ইংল্যান্ডের ক্রিকেট কোন পথে?
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হার। অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজে হোয়াইট ওয়াশের লজ্জা। এরপরও বাকি ছিল বিস্ময়! ইংল্যান্ডের ঘরোয়া লিগের একটি দল মাত্র ৩ রানেই অলআউট হয়েছে।
হ্যাঁ, ঠিক তাই। উইরাল নামক ইংল্যান্ডের একটি ক্লাব চেশায়ার লিগের তৃতীয় ডিভিশনের ম্যাচে হাসলিংটন ক্লাবের বিপক্ষে মাত্র তিন রানে অলআউট হয়েছে। তাদের লজ্জাটা আরো বাড়তো। তবে দুইটি লেগ-বাইয়ের দরুণ কিছুটা ভদ্রস্থ হয়েছে স্কোরবোর্ড। কারণ, ব্যাটে মাত্র একটি রান করতে পেরেছে ক্লাবটির ব্যাটসম্যানরা। এদিকে উইরালের করুণ এই দশা জানার পর মাইক্রোব্লগিং সাইট টুইটারে ক্লাবটিকে কোচিং করানোর ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।