আপনি জানেন কি বাংলাদেশ পুলিশের মোবাইল অ্যাপ রয়েছে এবং অ্যাপের রেটিং ভালো! (ভিডিও সহ)

0

DMP apএর মাধ্যমে ডিএমপির আওতাধীন থানাগুলোর ওসি এবং কর্তব্যরত অন্যান্য কর্মকর্তার ফোন নম্বর, ঐ সব থানার ঠিকানা ও সেখানে যাওয়ার পথনির্দেশিকা জানা যায়৷ রক্তের প্রয়োজন হলে পাওয়া যায় ডিএমপি ব্লাড ব্যাংকের তথ্য৷ ট্রাফিক এবং নারী-সহায়তা বিভাগের বিভিন্ন সেবাও পাওয়া যাচ্ছে একইভাবে৷

এছাড়া রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেটা ডিএমপির হটলাইনে জানানোর জন্য অ্যাপটিতে রয়েছে একটি ‘কুইক কন্টাক্ট বাটন’৷

এই অ্যাপ সম্পর্কে জানাতে ফেসবুকে একটি পেজ খোলা হয়েছে৷ সেখানে একটি স্ট্যাটাসে বলা হয়েছে, ‘‘ডিএমপি অ্যাপটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল সেবাকে এক ফ্রেমে নিয়ে আসার চেষ্টা করেছে৷ এটা আপনাকে কোনো সেবা দেবে না, শুধুমাত্র সেবা নেয়ার পথ দেখাবে৷

এটি একটি ইমারজেন্সি অ্যাপ, যা হয়ত আপনার প্রতিদিন কাজে লাগবে না, কিন্তু এমন একসময় কাজে লাগতে পারে, যা হয়ত এখন আপনার কল্পনায়ও আসছে না৷”

ফেসবুক পেজের পক্ষ থেকে অ্যাপটির ব্যবহার শুরুর আগে এর ‘ইউজার গাইড’ অংশটি পড়ে নিতে অনুরোধ করা হয়েছে৷ প্রয়োজনে ইউটিউবের একটি ভিডিও দেখতে বলা হয়েছে৷

এদিকে, এই স্ট্যাটাসের নীচে মন্তব্যের ঘরে রোকন শাহরিয়ার লিখেছেন, ‘‘এখন কথা হলো, অ্যাপ তো আর নিরাপত্তা দেবে না৷ ফোন নম্বরগুলো যাঁদের হাতে তাঁরা কি ধরবেন?”

অ্যাপটি যেখান থেকে ডাউনলোড করা যাচ্ছে সেই গুগল প্লে স্টোরে গিয়ে দেখা গেল, অ্যাপটির রেটিং বর্তমানে ৫’এ ৪.৬৷

উইন্ডোজ আর আইফোন ব্যবহারকারীদের জন্যও এই অ্যাপ ডেভেলপের কাজ চলছে বলে জানা গেছে৷

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More