বলিউডে সদাসর্বদা বিতর্কের কেন্দ্রবিন্দুতে পুনম পান্ডে। সাহসী আর যৌন আবেদনময়ী ইমেজের জন্য প্রচারের আলোয় এসেছেন বারবার। এবার নিজের ফ্যানদের জন্য একটি উত্তেজক ভিডিও আপলোড করেছেন। জানা গেছে, রণবীর সিংহের কন্ডোমের বিজ্ঞাপণ এতটাই পুনমের ওপর প্রভাব ফেলেছে যে তিনি রণবীরের বিজ্ঞাপণের নামেইওই ভিডিও-র নামকরণ করেছেন। নাম ‘ডু দ্য সেক্স’।
সোনালি রঙের বিকিনি টপ আর শর্ট স্কার্ট পরে ওই ভিডিওতে নানা উত্তেজক ভঙ্গিমায় নিজেকে তুলে ধরেছেন পুনম। এই ভিডিও আপলোড করে পুনম লিখেছেন, ‘এটা আমার দারুন একটা কাজ যা খুব মজাদার। এই ভিডিও দেখুন।’