ঢাকা: বাংলাদেশের আলোচিত-সমালোচিত মডেল নাইলা নাইমের ওয়েবসাইট হ্যাক করেছে হ্যাকাররা। তার বসনার ছবির কারণে ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশি হ্যাকার টিম ‘সাইবার ৭১’।
মডেল নাইলা নাইমের ওয়েবসাইটে (www.nailanayem.com) দেখা যায় হ্যাকারা তাকে সতর্ক বার্তা দিয়ে লিখেছে, ‘”সাইবার ৭১” থেকে এটা তোমার জন্য সতর্ক বার্তা। সম্পূর্ণ বিবসনা অবস্থায় আমেরিকার প্লে-বয় ম্যাগাজিনে ছবি তুলে আমাদের মান সম্মান নষ্ট করেছিলে। তোমার কর্মকাণ্ডে তুমি যে বাঙালি এটা পরিচয় দিতে আমরা ঘৃণা করি। সামান্য কিছু টাকা আর মিথ্যা খ্যাতির জন্য নিজের মান সম্মানকে এভাবে বিলিয়ে দিতে একটুও লজ্জা করলে না? কিছুদিন আগে আবার বুকের মধ্যে “মেড ইন বাংলাদেশ” লিখে ছবি তুলেছো। বহু কষ্টের বিনিময়ে অর্জিত একটি দেশের নাম বাংলাদেশ। এটা তোমার মতো পতিতার বুকের উপর লিখে অপমান করার অধিকার তোমার নেই। আমরা সভ্য জাতি, ভারতের মতো বাংলাদেশে কোনো সানি লিওন জন্ম দিতে দেয়া হবে না… -_- সময় থাকতে এখনো নিজেকে শুধরিয়ে নাও… নচেৎ সাইবার স্পেস থেকে তোমার মায়ের নামসহ ও মুছে দেয়া হবে।;)’
উল্লেখ্য, সাইবার-৭১ হ্যাকার টিমটি ইতিপূর্বে আরো বহুবার বাংলাদেশের পক্ষ নিয়ে দেশের বাইরে সাইবার স্পেসে হামলা চালিয়েছে।