সম্প্রতি এ সময়ের আলোচিত র্যাম্প মডেল নায়লা নাঈমের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হয়েছ এমন একটি গুঞ্জন ফেসবুক সহ গনমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুক পেজে সাইবার ৭১ দাবি করেছে, কিছুদিন আগে সম্পূর্ণ বিবসনা হয়ে প্লেবয় ম্যাগাজিনে ছবি তুলে বহিবিশ্বে আলোচিত এবং সমগ্র বাঙ্গালীদের কাছে নিন্দিত হয়েছিলো নাইলা নাঈম। সম্প্রতি বুকের মধ্যে মেইড ইন বাংলাদেশ লিখে ছবি তুলে সমগ্র বাংলাদেশিকে অপমান করেছে এই রাম্প মডেল।
এ ব্যাপারে নায়লা লাঈমের সাথে কথা বললে তিনি জানান, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, অখ্যাত কিছু মানুষ, ফেসবুক পেজ এবং অনলাইন বাংলা নিউজপেপার আমার সুখ্যাতি ব্যবহার করে নিজেরা বিখ্যাত হবার চেষ্টা করছে। গতকাল ৩০শে এপ্রিল থেকে তারা ফেসবুকের পাশাপাশি কিছু বাংলা অনলাইন নিউজপেপারে আমাকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করে আসছে।
নায়লা লাঈম আরো বলেন, প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্ন হয়েছি যা সম্পূণ মিথ্যা ও ভিত্তিহীন। এছাড়া, আমার ওয়েবসাইট ও হ্যাক করা হয়েছে বলে একটা প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা কারন আমার এ নামে কোন ওয়েবসাইট নাই। এরকম ভুল, মিথ্যা এবং ভিত্তিহিন সংবাদ আমার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে এবং এর পরিপ্রেক্ষিতে আমি আইনগতভাবে এবং BTRC এর কাছে আবেদন করে ব্যবস্থা নেয়ার কথা চিন্তা করছি।
উল্লেখ্য, ১৮ই মে, ২০১৪ তারিখের নায়লা নাঈম একটি ফেসবুক স্ট্যাটাস দেন যার লিঙ্ক।
যা এখানে হুবহু তুলে ধরা হলো, আমার Facebook ছাড়া অন্য কোন সোসাল মিডিয়া Twitter, Linkedin, Hi5 বা অন্য কোথাও কোন প্রোফাইল নেই এবং আমি নিজে কোন ওয়েবসাইট ও মেইনটেইন করি না।
সবাইকে অনুরোধ করা যাচ্ছে, শুধুমাত্র আমার অফিসিয়াল ফ্যান পেজ- https://www.facebook.com/artist.nailanayem এর মাধ্যমে আমার সাথে থাকার জন্য এবং ফেইক অন্য সব ওয়েবসাইট ও সোসাল মিডিয়ায় আমার নামে খোলা প্রোফাইল অনুসরন না করার জন্য- ধন্যবাদ নায়লা নাঈম।