ইংল্যান্ড ও ওয়ালেসে ছেলেশিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ। তবে নামটির বানানে নানা রূপ থাকায় নামের তালিকায় শীর্ষ স্থানে থাকতে পারছে না।
ওএনএস জরিপ অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়ালেসে ছেলেশিশুদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে মোহাম্মদ। অবশ্য বানানে নানা রূপ থাকায় তালিকার শীর্ষে নামটি নেই। সেখানে আছে অলিভার নামটি। জরিপকারীরা নানাভাবে লেখা মোহাম্মদ নামটি বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। দেখা গেছে, অলিভার নামটি রাখা হয়েছে ৬,৯৪৯ শিশুর। আর নানা বানানে মোহাম্মদ নাম রাখা হয়েছে ৭,৪৪৫ শিশুর।
তবে রাজপরিবারের উইলিয়াম, হ্যারি ও জর্জ শীর্ষ দশে রয়েছে। আগের বছর হ্যারি নামটি ছিল সবচেয়ে জনপ্রিয়। আর জর্জ নামটি চলে গেছে ১০ম স্থানে।
২০১৩ সালে টানা তৃতীয় বছরের মতো মেয়েশিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম ছিল অ্যামেলিয়া। মেয়েদের মধ্যে এর পর সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে যথাক্রমে অলিভিয়া, অ্যামিলি, এভা ও ইসালা।
Prev Post