পটুয়াখালী: দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সময় সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তার করা চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে আদালত।
গ্রেপ্তারকৃত সাংবাদিকরা হলেন- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঞ্জয় কুমার দাস এবং মাছরাঙা টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি মো. জলিল। স্থানীয় একজন সাংবাদিক জানান, মঙ্গলবার এই দুই সাংবাদিক আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নাকচ করে তাদের কারাগারের পাঠানোর আদেশ দেন পটুয়াখালীর বিচারিক হাকিম তপন কুমার দে। সঞ্জয় কুমার দাস পটুয়াখালীতে অপসারণ করা বিভিন্ন বেইলি ব্রিজসহ ব্যবহার অনুপযোগী যন্ত্রাংশের নিলামে দুর্নীতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করছিলেন।