ঢাকাঃ যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হতে যাওয়ার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে বিশ্ব মিডিয়া।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, আইজি প্রিজন জানিয়েছেন, বাংলাদেশ সময় মঙ্গলবার মধ্যরাতের পরপরই কাদের মোল্লাকে ফাঁসিতে ঝোলানো হবে। এতে বলা হয়, বিষয়ে জানতে চাইলে হ্যাঁ বলেছেন কারা প্রধান।
এপির খবরে বলা হয়, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক দলের এক নেতাকে ফাঁসি দিতে তৈরি বাংলাদেশ কর্তৃপক্ষ। এতে আইজি প্রিজন মাইনুদ্দিন খন্দকারের উদ্ধৃতি দিয়ে বলা হয়, মঙ্গলবার মধ্যরাতে ঢাকায় কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হবে। আল জাজিরার খবরে বলা হয়, বিরোধী নেতাকে ফাঁসি দিতে প্রস্তুত বাংলাদেশ। এতে বলা হয়, একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা কাদের মোল্লাকে মঙ্গলবার মধ্যরাতে ফাঁসি দেয়া হবে।
আরব নিউজের খবরে বলা হয়, পরিবারের সঙ্গে সাক্ষাতের পর কয়েক ঘন্টার মধ্যে ফাঁসি হতে যাচ্ছে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ইসলামপন্থি নেতা আবদুল কাদের মোল্লার। কানাডার সিটিভির খবরে বলা হয়, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত বিরোধী নেতাকে ফাঁসি দিতে যাচ্ছে বাংলাদেশ। এতে বলা হয়, প্রিজন প্রধান মাইনুদ্দিন খন্দকার বলেছেন, রাতে কাদের মোল্লাকে ফাঁসি দিতে তারা তৈরি। ভারতের হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধাপরাধ, খুন ও ধর্ষণের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লাকে মঙ্গলবার মধ্যরাতের পর ফাঁসি দেয়া হবে।
এছাড়া বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে একই ধরনের খবর প্রকাশ করেছে উল্লেখযোগ্য প্রায় সব মিডিয়া।