ঢাকা: চারটি জেলায় প্রাইমারি সমাপনী পরীক্ষার (পিএসসি) বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র আংশিক ফাঁসের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
সচিবালয়ে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘ঢাকা, খুলনা, সাতক্ষীরা ও দিনাজপুর জেলায় প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেছে। আসল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁসকৃত প্রশ্নপত্রের ইংরেজি বিষয়ে ৮০ ভাগ, বাংলায় ৫০ ভাগ মিল পাওয়া গেছে।’
তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠার পর গত ২৪ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট দেয়ার কথা থাকলেও ১২ কার্য দিবসে রিপোর্ট দিয়েছে কমিটি।
ফাঁসের সঙ্গে কারা জড়িত- এবিষয়ে মন্ত্রী বলেন, ‘তদন্ত কমিটি সরেজমিন বিজিপ্রেস, ময়মনসিংহে অবস্তিত এনইপিই, চারটি জেলায় তদন্ত করেছেন। তাদের তদন্ত রিপোর্ট অনুযায়ী প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কোচিং সেন্টার ভিত্তিক একটি চক্রের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এনইপিই কয়েকজন কর্মকর্তা-কর্মচারীও সন্দেহের তালিকায় রয়েছে।’
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সার্বিক ফলাফলে প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রভাব পড়বে ন।’
দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অভিলম্বে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।