জেলা প্রতিবেদক
কুষ্টিয়া, ২৩ নভেম্বর: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।
এক্ষেত্রে পূর্ববর্তী সময়সূচির তারিখ ছাড়া সময় ও ইউনিট অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে রেজিস্ট্রার অফিস সূত্র জানিয়েছেন।
সূত্রমতে, স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা গ্রহণ করার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষা কমিটির মিটিংএ সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুসারে ৩০ নভেম্বর ‘এ’ এবং ‘এইচ’ ইউনিটের, ১ ডিসেম্বর ‘বি’ ইউনিটের, ২ ডিসেম্বর ‘সি’ ইউনিটের, ৩ ডিসেম্বর ‘ডি’, ‘ই’ এবং ‘এইচ’ ইউনিটের, ৪ ডিসেম্বর ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা আসন বিন্যাসসহ বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।
Prev Post