ঢাকা: বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছেন মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস। সম্প্রতি তার পেটের আকারের কারণেই এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ গুঞ্জন সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেননি প্যারিস। দীর্ঘদিন পর সম্প্রতি একটি রেস্টুরেন্টে তাকে গর্ভবতীর মতোই বড় পেট নিয়ে দেখা গেছে। ১৬ বছর বয়সী প্যারিসের একজন বয়ফ্রেন্ড আছে, তবে এখনও তার না কেউ জানে না। সম্প্রতি আগে তাদের একটি রেস্টুরেন্টে একসঙ্গে দেখা গেছে বলে সংবাদ প্রকাশ করে ব্রিটেনের ডেইলি স্টার পত্রিকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্যারিস রেস্টুরেন্টে কোনো ধরনের ওয়াইন পান করেননি। শুধু দুই গ্লাস পানি পান করেছেন। আর তার পেট ছিল গর্ভবতীর মতোই। একটি সূত্র দাবি করে, গর্ভবতী না হলে কিউ কি ওয়াইন ছেড়ে পানি খায়? পপসম্রাট মাইকেল জ্যাকসনের এই কন্যা কিছুদিন আগে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন।