ঢাকা: দেশব্যাপী নাশকতা সৃষ্টির জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী তাকে আত্মসমর্পণের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। খালেদাকে সন্ত্রাসের রাণী, বর্বর নেত্রী উল্লেখ করে ইনু বলেন, খালেদা জিয়া কষ্ট দিয়ে হত্যার রাজনীতি করেন। জনগণের রাজনীতি করেন না। জঙ্গিরবাদের রাজনীতি করেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি জামায়াতের মদদপুষ্ট পেট্রোল বোমাবাজদের আগুনে যশোরে নিহত জাসদ নেতা নুরুজ্জামান পপলু ও তার কন্যা মাইশা এবং সিরাজগঞ্জের শ্রী গণেশসহ অসংখ্য মানুষ হতাহতের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে দলটি।