৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন চলছে

0

Hortal-00020141103120925ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন চলছে। রবিবার ভোর ছয়টা থেকে এই হরতাল শুরু হয়েছে। চলবে বুধবার ভোর ছয়টা পর্যন্ত।
গত শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হরতাল ঘোষণা করেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
এর আগের সপ্তাহেও শুরুর দিন রবিবার থেকে প্রথমে টানা ৭২ ঘণ্টা, পরে সেটি বাড়িয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল পালন করে বিরোধী জোট।
বিবৃতিতে সালাহ উদ্দিন বলেন, ‘দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুলি করে পঙ্গু-আহত করা, গণগ্রেপ্তার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদ, ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনঃরুদ্ধার এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি রবিবার ভোর ছয়টা থেকে ১১ ফেব্রুয়ারি বুধবার ভোর ছয়টা পর্যন্ত চলমান অব্যাহত অবরোধ কর্মসূচির পাশাপাশি ৭২ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালিত হবে।’
বিএনপি ও ২০-দলীয় জোটের সকল নেতাকর্মী ও গণতন্ত্রকামী সংগ্রামী জনগণকে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনের জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে সবাইকে আহ্বান জানান তিনি।
হরতালে রাজধানীর জীবন যাত্রায় প্রভাব না পড়লেও জনমনে আতঙ্ক বিরাজ করছে। রাজধানী থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল করছে।
সকাল থেকে রাজধানীর মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক পাহারায় রয়েছে। সীমান্ত বাহিনী বিজিবি টহল দিচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More