জানুয়ারিতে ডিএসইর লেনদেন কমেছে ৭.৩৭ শতাংশ

0

DSE-1দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের জানুয়ারি মাসে লেনদেনে কমেছে ৪৪৪ কোটি টাকা। অর্থাৎ জানুয়ারিতে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৫৬৯ কোটি টাকা। যা ২০১৪ সালের ডিসেম্বও সামে হয়েছিল ৬ হাজার ১৩ কোটি টাকা। আগের মাস থেকে এ লেনদেন ৭.৩৭ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া ডিএসইর মোট লেনদেনের ১ হাজার ৩৮৬ কোটি টাকা বা ২৩.৯০ শতাংশ লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, অগ্নি সিস্টেমসসহ শীর্ষ দশ কোম্পানির।

সূত্রে জানা গেছে, দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে জানুয়ারি জুড়ে ডিএসইতে মোট ৫ হাজার ৫৬৯ কোটি টাকার লেনদেন। তবে তার আগের মাস ডিসেম্বরে মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ১৩ কোটি টাকা। অপরদিকে ডিএসইর ব্রড ইনডেক্স ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে কমেছে ১৪০ পয়েন্ট। অর্থাৎ জানুয়ারি শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ছিল ৪৭২৪ পয়েন্ট এবং ডিসেম্বর শেষে ছিল ৪৮৬৪ পয়েন্ট। এছাড়া জানুয়ারিতে ডিএসইর এভারেজ টার্নওভার দাঁড়িয়েছিল ২৭৮ কোটি টাকা। যা আগের মাসে ছিল ৩০০ কোটি টাকা।

এদিকে জানুয়ারি জুড়ে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, অগ্নি সিস্টেমস,আইডিএলসি ইনভেষ্টমেন্ট লিমিটেড, সিএন্ডএ টেক্সটাইলস, ব্র্যাক ব্যাংক লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, ডেসকো, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ ও অলটেক্স লিমিটেড।

লাফার্জ সুরমা সিমেন্টের জানুয়ারি জুড়ে মোট লেনদেন হয়েছে ২০২ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৩.৬৩ শতাংশ।

গ্রামীণফোনের মোট লেনদেন হয়েছে ১৪৮ কোটি টাকা বা ২.৬৬ শতাংশ, অগ্নি সিস্টেমসের লেনদেন হয়েছে ১৪৫ কোটি টাকা বা ২.৬২ শতাংশ, আইডিএলসির মোট শেয়ার কেনাবেচা হয়েছে ১৩৭ কোটি টাকা বা ২.৪৬ শতাংশ, ব্র্যাক ব্যাংকের মোট লেনদেন হয়েছে ১৩০ কোটি টাকা বা ২.৩৮ শতাংশ, সাইফ পাওয়ারটেক লিমিটেডের মোট লেনদেন হয়েছে ১২৬ কোটি টাকা বা ২.২৮ শতাংশ, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির মোট লেনদেন হয়েছে ১২৬ কোটি টাকা বা ২.২৬ শতাংশ, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের মোট লেনদেন হয়েছে ১২১ কোটি টাকা বা ২.১৮ শতাংশ, অলটেক্স ইন্ড্রাষ্ট্রিজের মোট লেনদেন হয়েছে ১১৫ কোটি টাকা বা ২.০৭ শতাংশ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More