দৈনিক নয়াদিগন্তের ভান্ডারিয়া উপজেলা সংবাদদাতা মোঃ মামুন হোসেনকে মঙ্গলবার সন্ধ্যায় সাদা পোশাকের পুলিশ গ্রেফতার করেছে।
জানা গেছে মামুন হোসেন ভান্ডারিয়া বন্দরের কলেজ রোডের একটি দোকানে বসাছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। তিনি নাশকতার সাথে জড়িত বলে ভান্ডারিয়া থানার ওসি মতিউর রহমান জানিয়েছেন।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি।