ময়মনসিংহে নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় শহরের রাম বাবু রোডের জেলা কার্যালয়ের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, মিষ্টি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ইউনিটের সভাপতি মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক সংস্থার বৃহত্তর ময়মনসিংহের আঞ্চলিক সাংগঠনিক সচিব, ময়মনসিংহ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক পার্থ সারথী সিংহ আপেল এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী মহা-সচিব হাবিবুর রহমান খান মামুন, ময়মনসিংহ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ আলম, দৈনিক মাটিও মানুষ পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদক আশিক চৌধুরী, দৈনিক ভোরের অপেক্ষার সম্পাদক শফিকুল বাশার, সাপ্তাহিক আমাদের ময়মনসিংহের সম্পাদক কামরুল হাসান, জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মোঃ ইউসুফ খান লিটন, স্বপন ভদ্র, স্বপন চৌধুরী, সাইফুজ্জামান দুদু, সহ-সাধারণ সম্পাদক রফিক বিশ্বাস, মশিউর রহমান কাওছার, সাংগঠনিক সম্পাদক মনসুর হোসেন সৌরভ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান কবির, দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, অভ্যর্থনা ও আপ্যায়ন বিষয় সম্পাদক মোঃ সেলিম অর্থ বিষয়ক সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, সদস্য প্রদীপ বিশ্বাস, আসাদুজ্জামান বাদল, জহিরুল ইসলাম লিটন, সাগর তালুকদার, তৌকির আহম্মেদ শাহীন, নাজমুল হক, আরিফ রব্বানী, এম.এ হোসাইন বিনয় , উবায়দুল হক প্রমূখ। সভায় জাতীয় সাংবাদিক সংস্থার উত্তরোত্তর উন্নতি কামনা করে সংস্থার সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে নানান পরিকল্পনা গ্রহণ করা হয়।