চলমান রাজনৈতিক সংকটে ৪৪ দিন যাবৎ ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে বিভিন্ন রাষ্ট্রের ঢাকাস্থ কূটনীতিকদের জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই। বুধবার ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে আয়োজিত এক সভায় একথা বলেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। হোটেল সোনারগাঁয়ে সভাটি অনুষ্ঠিত হয়। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান আন্দোলনে দেশের বর্তমান অবস্থা, ব্যবসার পরিবেশ ও অর্থনীতির ক্ষতির পরিমাণ বিষয়ে কূটনীতিকদের ব্রিফ করতে এ সভার আয়োজন করে এফবিসিসিআই। এসময় বলা হয়, গত ৪৪ দিনের অবরোধ-হরতালে ১ লাখ ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবাসয়ীদের। ৮৮ জন মানুষ নিহত হয়েছে বলে কূটনীতিকদের জানানো হয়। সভায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, কানাডা, চীনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা যোগদান করেন করেন বলে জানা গেছে।