মৌলভীবাজার : ‘খালেদা জিয়ার গায়ে এবার পেট্রল ঢেলে আগুন জ্বালাবার সময় হয়েছে’ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মৌলভীবাজার এতিম ও প্রতিবন্ধী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আর্থিক অনুদান অনুষ্ঠানে তিনি এ এমন মন্তব্য করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য খালেদা জিয়া এবং তার ২০ দলীয় জোট পিছু লেগেছে। তারা দেশের অর্থনীতির চাকা পেছনে ঘোরাবার চেষ্টা করছে। কিন্তু আমরা সারা বাংলার মানুষ বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি। সৈয়দ মহসীন আলী বলেন, ‘মানুষের পোড়া গন্ধ আর সহ্য করতে চাই না। তাই আসুন সবাই ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়া এবং তার দোসরদের মোকাবেলা করি। তিনি বলেন, ‘বোমাবাজ যারা পেটলবোমা মারছে। যেখানে যারা (বোমাবাজ) খবর পাবেন সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দেবেন। আর লুকিয়ে রাখলে আপনিও শাস্তি পাবেন। তাই যাদের পাওয়া যায় (বোমাবাজ) তাদের মেরে মাটির সঙ্গে চ্যাপ্টা করে দেবেন। লাশের আর দরকার নেই।’ জেলা প্রশাসক মো. কামরুল হাসান এতে সভাপতিত্ব করেন। এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল প্রমুখ। অনুষ্ঠান শেষে মন্ত্রীর উপস্থিতে জেলার চা শ্রমিকদের মধ্যে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে এক কোটি টাকার অনুদান প্রদান করা হয়। সূত্র: শীর্ষ নিউজ