ইংল্যান্ডকে ১৫ রানের ব্যবধানে হারিয়ে ২য় বারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো বাংলাদেশ। এর মাধ্যমে নিশ্চিত হলো ইংল্যান্ডের বিদায়, একই সঙ্গে সেরা দল হিসেবে সামর্থ্যের প্রমাণ দিলো তারা। সমালোচকের সমালোচনাকে তুড়ি মেরে দিয়ে অস্ট্রেলিয়ার এডিলেডে উড়ল বাংলাদেশের বিজয় পতাকা।
মাঠে যখন দুরন্ত বাংলাদেশ টিভি সেটের সামনে বাংলাদেশের দর্শকদের অনেক ব্যাঙ্গাত্মক উক্তি শুনতে হলো স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার রমিজ রাজার কণ্ঠে। পুরো খেলায় তিনি নিরপেক্ষ ধারাভাষ্যকার হিসেবে তার অবস্থান পরিষ্কার করতে পারেননি। উলটো বাংলাদেশ প্রথম দিকে যখন দ্রুত উইকেট হারিয়ে ধুঁকছিল তখন দলের খেলোয়াড়দের সামর্থ্যের প্রতি প্রশ্ন রাখতে বাকি রাখেননি।
ম্যাচে রুবেলের বলের গতি ছিল সর্বোচ্চ ১৪৬ কিমি. কিন্তু রমিজ রাজা রুবেলকে মিডিয়াম পেস বোলার ছাড়া আর কিছু ভাবতে পারেননি। অথচ ইংল্যান্ড দলের কেউই রুবেলের চাইতে দ্রুতগতির কোন বল না করতে পারলেও তাদের সবাইই তার কাছে ফাস্ট বোলার।
এর এক পর্যায়ে ইংল্যান্ড ৫ উইকেট হারানোর পর রমিজ রাজা বলেন-এখন যদি একটা বড় জুটি হয় তাহলে বাংলাদেশের সামর্থ্য নাই সেই পরিস্থিতি মোকাবেলার।
ম্যাচ শেষে মাইক আথারটন আর টম মুডির সঙ্গে আলাপচারিতায় রমিজ রাজা ইংল্যান্ড-বাংলাদেশের ম্যাচে বাংলাদেশের জয়কে ‘অঘটন’ হিসেবে চিহ্নিত করে অভিনন্দন জানিয়েছেন। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে বাংলাদেশ ‘অঘটন’ ঘটিয়ে ফেলার লক্ষ্যে মাঠে নামবে বলেও মন্তব্য করেছেন। তিনি সে ম্যাচে বাংলাদেশকে ‘আণ্ডারডগ’ হিসেবে চিহ্নিত করেছেন।
উল্লেখ্য, বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে একইভাবে কটুক্তি করেছিলেন পাকিস্তানি এই সাবেক ক্রিকেটার।