কখনো ভেবে দেখেছেন কোকের সাথে মেন্টস মেশালে কি হবে! কি অবাক হচ্ছেন খুব! হওয়ারই কথা, এমন উদ্ভট চিন্তা কয়জনই বা করে। মজার বিষয় হল আপনি যদি কোকের সাথে মেন্টস মেশান তাহলে তা এক প্রকার রকেট বা জেটে পরিণত হয়। নিচের ভিডিও তার প্রমাণ:
এই মজার বিষয়টি ঘটার বৈজ্ঞানিক ব্যাখ্যা হল, মেন্টসের ফাঁকে থাকা অসংখ্য ছিদ্র। আর এই অসংখ্য ছিদ্র থাকার সুযোগটি নেয় কার্বন ডাই ক্সাইড। সেই সকল ফাঁক দিয়ে বিধ্বংসী আকারে বেরিয়ে আসে কার্বন ডাই অক্সাইড। আর ঘটে এমন মজার ঘটনা।