কোটি কোটি যুবকের মন ভেঙ্গে দিয়ে আলিয়া ভাট কি তাহলে বিয়ের পিড়িতে বসছেন ? সম্প্রতিক বধূর চরিত্রের দেখা গেছে আলিয়া ভাট কে যা দেখে বলিউডপাড়ায় গুজব রটেছে বিয়ে করেছেন তারকা অভিনেত্রী আলিয়া ভাট। না ভক্তকুল মন ভাঙ্গার কিছু নেই এটি একটি বিজ্ঞাপনের জন্য বধূর চরিত্রের দেখা গেছেআলিয়া ভাট কে।
সম্প্রতি একটি কোমল পানীয়র বিজ্ঞাপনে দেখা যায়- সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের সাঁজে আলিয়া ভাটকে একটি গাড়িতে। খুব অল্প সময়ের মধ্যেই বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়ে ইউটিউব থেকে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায়।
বিজ্ঞাপনটি বিভিন্ন মাধ্যমে প্রচার হওয়ার পরই খবর ছড়ায় তারা কি অগোচরেই বিয়ের পিঁড়িতে বসেছেন? অবশ্য এমন গুজবেরও কিছুটা ভিত্তিও আছে। ভিত্তিটা হলো- সিনেমায় এক সঙ্গে অভিনয়ের পর বাস্তবেও নাকি তারা চুটিয়ে পেম করছেন। দেখাও করছেন বিভিন্ন সময় বিভিন্ন স্থানে।
সেই সূত্রেই অনেকে বলছেন বিয়েটাও হয়তো চুপসারেই সেরে ফেলেছেন এই দুই বলিউড তারকা।