ঢাকা: দুই দেশের সর্ম্পক জোরদারের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে চীন।
বুধবার (০৬ মে) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত চাই জি এ মত ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
এ বৈঠককালে চাই জি বলেন, বাংলাদেশের জনগণ বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী। বাংলাদেশের দ্রুত উন্নয়নে এখন স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন।
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সার্বিক উন্নয়নে আরও আর্থিক সহযোগিতা ও বিনিয়োগের ব্যাপারে চীনের প্রতি আহ্বান জানান।
এ সময় চাই জি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান, বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সর্ম্পকের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ২৪ মে চীনের ভাইস প্রিমিয়ার লিউ ইয়াংডঙ্গ বাংলাদেশ সফরে আসবেন। এছাড়াও আগামী সেপ্টেম্বরে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসতে পারেন বলেও জানান এই বিশেষ দূত।