প্রচুর লোক নিবে বাংলাদেশ নৌবাহিনী

0

Bangladesh Navyঢাকা: বাংলাদেশ নৌবাহিনীর নাবিক, নারী নাবিক ও এমওডিসি (নৌ)-২০১৬ ব্যাচে লোক নিয়োগ করা হবে। আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে পারেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী।
ব্যাচ: নাবিক, নারী নাবিক ও এমওডিসি (নৌ)-২০১৬।

শাখা: ডিই/ইউসি, পুরুষ।
শিক্ষাগত যোগ্যতা: পদার্থ বিজ্ঞান ও সাধারণ গণিতসহ এসএসসি/সমমান।

শাখা: মেডিকেল, পুরুষ ও নারী।
শিক্ষাগত যোগ্যতা: রসায়ন, পদার্থ ও জীববিজ্ঞানসহ এসএসসি/সমমান।

শাখা: পেট্রোলম্যান, মিউজ, কুক ও এমওডিসি (নৌ), পুরুষ।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান।

শাখা: রাইটার, স্টোর ও স্টুয়ার্ড, পুরুষ ও নারী।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান।

শাখা: টোপাস, পুরুষ।
শিক্ষাগত যোগ্যতা: ৫ম শ্রেণী।

শারীরিক যোগ্যতা-

শর্তাবলী: 
শিক্ষাগত যোগ্যতার সবক্ষেত্রে ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। বাংলাদেশের নাগরিক হতে হবে। সাঁতার জানা আবশ্যক এবং অবিবাহিত হতে হবে।

বয়স: 
১ জানুয়ারি ২০১৬ তারিখে নাবিক ও নারী নাবিকের ক্ষেত্রে ১৭ থেকে ২০ বছর এবং এমওডিসির (নৌ) ক্ষেত্রে ১৭ থেকে ২২ বছর।

আবেদনপত্র সংগ্রহ: 
বাংলাদেশের যে কোনও ব্যাংক/ট্রাস্ট ব্যাংকের যেকোনও শাখায় গিয়ে ‘বিএন রিক্রুটমেন্ট ফান্ড’, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল ব্রাঞ্চ, ঢাকার অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংগ্রহ করে নির্ধারিত স্থানে জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

বিস্তারিত: 
নৌবাহিনীর ওয়েবসাইট www.joinnavy.mil.bd থেকে বিস্তারিত জানতে পারবেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More