যশোর: যুবলীগ কর্মী তোজাম্মেল হোসেন তোজাম হত্যা মামলায় যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ৯ নেতাকর্মীকে জেলে পাঠিয়েছেন আদালত।
রোববার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাদের না মঞ্জুর করে জেলে পাঠান।
জেলে যাওয়া নেতাকর্মীরা হলেন- শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রহিম সরদার, নাভারণ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান মিঠুন, উপজেলা ছাত্রলীগ নেতা সাজন, মনিরুজ্জামান মনির, নাভারণ রেলবাজার এলাকার ছাত্রলীগ নেতা ইয়াসিন ও ইমরান, ঝিকরগাছার নবীনগরের বাসিন্দা ছাত্রলীগ নেতা অনিক, ছাত্রলীগ কর্মী শাকিল হোসেন এবং আওয়ামী লীগ নেতা আবদুল আজিজ।
আদালত সূত্র মতে, ২০১৪ সালের ৪ ডিসেম্বর রাতে নাভারণের দক্ষিণ বুরুজবাগানে প্রতিপক্ষের হামলায় আহত হন যুবলীগ কর্মী তোজাম্মেল হোসেন তোজাম। এর ৪দিন পর ৮ ডিসেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এঘটনায় নিহতের বাবা সিরাজুল ইসলাম হত্যা মামলা করলে পুলিশ তদন্ত করে ১০ জনের বিরুদ্ধে এক সপ্তাহ আগে চার্জশিট দেন।
এরপর রোববার ৯ আসামি যশোর চিফ জুডিসিয়াল আদালতে আত্মসমর্পন করে জামিন চায়। কিন্তু বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।