কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। শুক্রবার দুপুরে জেলার চান্দিনা মহিলা কলেজ মিলনায়তনে দলের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আউয়াল ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি অধ্যাপক আলী আশ্রাফ। ওই সভায় ইতিমধ্যে জেলার দেবিদ্বার, মুরাদনগর, হোমনা ও তিতাস উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি নিয়ে জেলা নেতাদের সঙ্গে আহ্বায়ক কমিটির সদস্যদের বিরোধ নিরসনসহ শোকজ নোটিশ প্রত্যাহার করে নেয়া হয়।