সরকারের মন্ত্রী-এমপিদের আচরণবিধি লঙ্ঘনের কারণেই পৌর নির্বাচনের পরিবেশ বিনষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌর নির্বাচন নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, সরকার দলীয় মন্ত্রী-এমপি এবং দায়িত্বশীল কর্মকর্তারা প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন তাদের অসহায়ত্বের কথা প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর জানিয়েছেন, হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন, সহযোগিতা প্রত্যাশা করেছেন। সুষ্ঠু নিরপেক্ষ ও ভয়ভীতি উপেক্ষা করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব, যদি কমিশন আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করেন।