ঢাকা সংবাদদাতা: ২৭ জানুয়ারি সকাল ১১ টায় রাজধানীতে বনানীর প্রধান সড়কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আনীত কথিত দেশদ্রোহী মামলার প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল থেকে অতিদ্রুত বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা উঠিয়ে নেয়ার জন্য সরকারকে কড়া হুসিয়ারি প্রধান করে মিছিলকারীরা।
মিছিলটিতে উপস্থিত ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক- মোক্তাদির হোসেন তরু, আকন আল মামুন, মাহতাব উদ্দিন জিমি, বায়েজিদ প্রধান, অহিদুল ইসলাম অপু, রাকিবুল ইসলাম রকি, আবদুস সাত্তার পিয়াস, খন্দকার ডালিয়া রহমান, সদস্য- মোঃ সাইদুর রহমান সোহেল সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, ইমদাদুল হক, লোকমান হোসেন, মোবারক হোসেন, সারোয়ার আলম, আবু হুরেরা, বিপ্লব,সায়মন, ফারুক, সোহান, সারোয়ার নাদিম, সাইফ,কাওয়ার, নিজাম,ইকবাল, মারুফ, শাকিল, লুইস,রিয়াদ, রাজু, ইমরান, ইব্রাহিম, মারুফ, মুগ্ধু, ওবাইদুল,হাবিব, জুবায়ের, আরিফ,জাহাঙ্গীর,মাছুম,তুহিন,ফরিদ,পলাশ সহ আরো প্রমুখ ছাত্রনেতা।