আত্মতৃপ্তি আজ বিশ্বতৃপ্তির

0

Khuurshedখেলাধূলা হলো মূলত ব্যক্তির শারীরিক সুস্থ্যতার জন্য একটি উত্তম মাধ্যম। কিন্তু আজকের ডিজিটাল যুগের- এ আত্মতৃপ্তির স্বাদ ব্যাক্তিই ভোগ করে না বরং বিশ্ববাসী এর চর্চা না করেও মানসিক তৃপ্তির জগতকে স্বাদের প্রতিযোগীতায় অন্তর্ভূক্ত করেছে। আর যে খেলাটি এ স্থানে দখল করে নিয়েছে তা হলো- ক্রিকেট। এই ক্রিকেট দুনিয়া আজ আত্মতৃপ্তির জায়গায় বিশ্ববাসীর তৃপ্তির জায়গাটাকে দখল করেছে। আমরা আরো গর্ব করতে পারি এ বলে যে, ১৯৫২ সালের জন্য আন্দোলন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের যে, পাকিস্তানী বর্বরতা হত্যাযজ্ঞ যা দুনিয়া ব্যাপী আমাদের চিনেছে – এ জাতি কত ত্যাগের পথ অতিক্রম করে স্বাধীনরাষ্ট্রের নাগরিক হয়েছে। ঠিক তারই ন্যায় পথ ধরে আমাদের দামাল ছেলেরা ক্রিকেট খেলে বিশ্ববাসীকে আমাদের পরিচয় তুলে ধরেছে তা অবশ্যই গর্বের বিষয়। বাংলাদেশ-জিম্বাবুয়ে খুলনা আবুনাসের স্টেডিয়ামে – টেষ্ট খেলতে আসার ঐ সময় খুলনা সিটি-ইন-এ আমি তখন এক সাক্ষাতে অধিনায়ক মুশফিকুর রহিমকে বলেছিলাম “মুশফিকুর আজকের খেলায় যেভাবে এই খুলনাবাসী আনন্দরোল গর্জে উঠলো তাতে আপনার অনুভূতি কি?” এর উত্তরে মুশফিকুর রহিম বলল “খেলাটা আসলে আমার আত্মতৃপ্তির কিন্তুু যখন আমার দেশের অর্থ্যাৎ দর্শককে আরো আনন্দ দিতে পারি তখন আমার আত্মতৃপ্তি আরো বাড়ে” সাকিব আল হাসানকে বললাম কি তাই? সাকিব আল হাসান ও বলে, মুশফিকের কথাই ঠিক”, কিন্তু আমরা দেখেছি আমাদের ক্রিকেট খেলোয়ার দামাল ছেলেরা এরা নিজেকে এবং দেশের মানুষকে আত্মতৃপ্তি দিতে কতটা স্বঃস্ফূর্ত মন নিয়ে মাঠে নামে। তবে এটা যে, হৈ-হুল্লার মধ্য দিয়ে নীরবভাবে বিশ্ববাসীকে পরিচয় বহণ করে যাচ্ছে তা নিঃসন্দেহে আমরা এই দামাল ছেলেদেরকে নিয়ে গর্ব করতে পারি। এই চলিত বছরে বাংলাদেশ যে ভাবে খেলেছে তা বিশ্ববাসীকে শুধু তৃপ্তিই দেয়নি আমাদের বিশ্বাস টাইগারদের নিয়ে রীতিমত হিসেব কষে একটু হলেও উপরে রেখেছে এই টাইগারদের। আমার মতে, রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে কিন্তু এ জাতির গৌরব যে সকল কর্ম-কান্ডের মধ্যে জড়িয়ে আছে অথবা, থাকবে সেই পথগুলো আরো দলবল নির্বিশেষে ঐক্যের ভূমিকা থাকা একান্ত কাম্য। এজন্য আমি বিসিবি বোর্ডের চেয়ারম্যান-জনাব নাজমুল হাসান পপন এমপি কে অভিনন্দন জানাই। তাঁর অক্লান্ত পরিশ্রমের এই ক্রিকেটের সাফল্য যা তাঁর বোর্ড পরিচালনার গুনাবলির প্রকাশ ঘটেছে। পাকিস্তান-ভারতসহ যে সকল দলগুলোকে কাবু-জানুত করেছে। তার ধারাবাহিকতা বজায় থাকবে এবং রাখবে এটাই কামনা রইল আমাদের গৌরবের ক্রিকেট খোলোয়ার দামাল ছেলেদের জন্য।

লেখকঃ
প্রভাষক এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ
বিএ (অনার্স), এমএ (ইংরেজি), এলএলএম
রাজনীতিবিদ, লেখক, গবেষক ও কবি।

সূত্রঃ দি ক্রিকেট গার্ডিয়ান (www.cricguardian.com)

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More