নাটোর : আটক জামায়াত-শিবিরের সব নেতা-কর্মীর অবিলম্বে মুক্তির দাবিতে সোমবার নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর শহর ছাত্রশিবির।
সকাল সাড়ে ৯টার দিকে জেলা ছাত্রশিবিরের সভাপতি আলমগীর হোসেন ও শহর সভাপতি আফতাব আলীর নেতৃত্বে শহরের হরিশপুর বাইপাস মোড় থেকে মিছিল শুরু হয়। পরে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি আলমগীর হোসেন, সাবেক সেক্রেটারি অধ্যক্ষ রাসেদুল ইসলাম রাসেদ ও শহর ছাত্রশিবিরের সভাপতি আফতাব আলী, ছাত্রশিবির নেতা মাসুদ রানা, নাজমুল ইসলাম, মিজানুর রহমান ও আবদুল আলিম প্রমুখ।
বক্তারা বলেন, আটক নাটোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু তালেবসহ সারা দেশে কারাবন্দি সব নেতা-কর্মীর অবিলম্বে মুক্তি ও সরকার পরিচালিত গণহত্যা, গুম এবং নির্যাতন বন্ধ করার দাবি জানান।