মাগুরায় ইজিবাইকে (অটো রিকশা) ওড়না পেঁচিয়ে মঙ্গলবার রাতে মাহমুদা খাতুন (৩৫) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। মাহমুদা মাগুরার শালিখা উপজেলার তালখড়ি গ্রামের শুভ রহমানের স্ত্রী ও সদরের নালিয়ারডাঙ্গী প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
সদর থানার এসআই বিশ্বজিৎ বিশ্বাস জানান, স্কুল শিক্ষিকা মাহমুদা সন্ধ্যার পর মাগুরা শহরের কলেজ পাড়া এলাকায় ভাইয়ের বাসা থেকে মাগুরা-ঝিনাইদহ সড়ক দিয়ে ইজিবাইকে করে জেলা সদরের মির্জাপুর গ্রামে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ইটখোলা বাজার এলাকায় পৌঁছে ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে পাকা রাস্তার ওপর পড়ে যান। মারাত্মক জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।
Prev Post
Next Post