কুষ্টিয়ায় পুলিশের ফায়ারিং প্রশিক্ষণ কর্মসূচির গুলিতে ইমন (৬) নামের এক শিশু আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলার হাটশহরিপুর গ্রামের ফকিরপাড়ার বাসিন্দা ফেরিওয়ালা সাবলুর ছেলে ইমন বাড়ির আঙ্গিনায় খেলতে থাকা অবস্থায় এঘটনার শিকার হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া পুলিশ লাইন সংলগ্ন ফায়ারিং চানমারীতে প্রশিক্ষনরত পুলিশ সদস্যদের লক্ষ্যচ্যুৎ গুলি নির্দিষ্ট সীমানা অতিক্রম করে গড়াই নদীর পাড়ে হরিপুর গিয়ে শিশুটির মুখে বিদ্ধ হয়। স্থানীয়রা শিশুটিকে তাৎক্ষনিক উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, শিশুটির মুখের নিচে (থুতনী) তে গুলি লেগে বের হয়ে যায়। শিশুটির ক্ষতস্থানে সেলাইসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
Prev Post
Next Post