নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগুনে পুড়ে আব্দুল হালিম (৬২) নামে এক তেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
উপজেলার পূর্ব চাপরাশিরহাট বাজারে শুক্রবার দিনগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, গভীর রাতে সিগারেট থেকে লাগা আগুন দ্রুত দোকানে ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হয়ে আবদুল হালিম মারা যান। আবদুল হালিম নিজেই ধুমপান করছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আগুল লাগার পর স্থানীয় ব্যবসায়ীরা ও মাইজদী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়।