[ads1]মির্জাগঞ্জ প্রতিনিধিঃ পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলায় ৫নং ইউনিওনে গাবুয়া গ্রামের বেগম রুনুকে (৩৯) তার ভাশুর আব্দুস সালাম (৫২) ও দেবরের পুত্র বেলাল (২৮) কুপীয়ে মারাত্মক জখম করে। থানায় মামলা দিতে গেলে মির্জাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান অনীহা প্রকাশ করে। স্থানীয় রাজনৈতিক নেতাদের হুমকিতে ওসি মামলা নিচ্ছেনা বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি।
এইচসি/এইচএন/দিবার্তা.কম