চুয়াডাঙ্গার সদর উপজেলার সীমান্তবর্তী আকন্দবাড়িয়া থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ বেবি খাতুন(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত বেবি উপজেলার ছোটশলুয়া গ্রামের মৃত আব্দুল ওহাবের স্ত্রী।
পুলিশ জানায়, রোববার বিকেলে বেগমপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ শফিক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সীমান্তবর্তী আকন্দবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে বেবি খাতুনকে আটক করে। তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।