কুমিল্লার চৌদ্দগ্রামে আয়েশা আক্তার পাখি (৩৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে বুধবার ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠিয়েছেন। সে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের দেলোয়ার হোসেন পাটোয়ারী ভুট্টুর স্ত্রী।
পাখির ভাই রিপন অভিযোগ করে বলেন, মঙ্গলবার বিকেলে তার বোনের স্বামীর পক্ষের লোকজন পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখে।
লাশ উদ্ধারকারী চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর বুঝা যাবে হত্যা না আত্মহত্যা।
Prev Post