মাদারীপুরে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগের মামলায় রকিব শিকদার (১৯) নামে আরও এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে এ মামলায় শিপন ও রফিকুল নামে দুই জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মামলা বাকি চার আসামি এখনো পলাতক রয়েছেন। তারা হলেন- রানা, উজ্জ্বল, মেহেদী ও সাজিদ।