নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সহযোগীদের অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, কখন কিভাবে তারা হত্যার পরিকল্পনা নেয় এমন তথ্য সম্বলিত অডিও প্রকাশ করবেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে চাষাড়ার রাইফেলস ক্লাবে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জানা গেছে, বিকেলে শিমরাইলে নজরুল হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে নজরুল পরিবারের পক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে শামীম ওসমান যোগ দেবেন।আর ওই সমাবেশেই শামীম ওসমান এ অডিও টেপ প্রকাশ করবেন।