মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে কর্মসংস্থান ব্যাংক সংলগ্ন মহসিন প্লাজায় সাগর হার্ডওয়ার অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরে পিছনের গুদাম ঘরের ভিতরে বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। গুদাম ঘরে থাকা গ্যাস সিলিন্ডার, স্প্রিট, প্লাস্টিকের আসবাবপত্র, পলিথিন সামগ্রী থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী দোকান, বাসা ও ব্যাংকপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুনের খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজনের দীর্ঘ ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দোকান মালিক রমা পদ রায় জানান আগুনে তার বব্যসা প্রতিষ্ঠানের প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুম বিল্লাহ, নব নিবার্চিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ স্থানীয় ব্যবসায়ীগণ।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. তৈয়ব আলী হাওলদার।
Prev Post
Next Post