হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজারে শেভরন বিবিয়ানা ওয়েস্ট প্যাড রাস্তা অপসারনের প্রতিবাদে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ উদ্দিন দুলালের সভাপতিত্বে কাইফু আহমেদের পরিচালনায় উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালিক, ইউনিয়ন যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাহের আহমদ দিপু, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন ছানাই, ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য ইসমত আহমদ, ৫নং ওয়ার্ড সদস্য সোনা মিয়া, ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য ফকরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কনর উদ্দিন, বক্তার পুর সামাজিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি আব্দুল হাফিজ লুলু, বক্তার পুর সামাজিক উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মেহবুব আহমেদ মোশাহিদ, আবুল কাসেম। সভায় উপস্থিত ছিলেন কফিল উদ্দিন, কাছাব উদ্দিন, নজরুল ইসলাম, আ. লতিফ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বান্দের বাজার-শেভরন বিবিয়ানা ওয়েস্ট প্যাড রাস্তাটি ১,২০০মিটার দৈর্ঘের রাস্তাটির প্যাড সংলগ্ন ১৩৮মিটার ব্যক্তি মালিকাধীন জমির উপর নির্মিত রাস্তাটি অপসারনের জন্য নোটিশ টানানো হলে এর প্রতিবাদে এলাকাবাসী ক্ষোভে পেটে পড়ে। এলাকাবাসীর দাবি মালিক পক্ষ হতে রাস্তার জমি অধিগ্রহণ করে সর্ব সাধারণের চলাচলের জন্য পাকাকরণ করা হউক। এলাকাবাসী গত মঙ্গলবার বিবিয়ানা গ্যাস প্লান্টে কমিউনিটি অ্যাঙ্গেজম্যান্ট ম্যানেজার মলয় কুমার দাস বরাবরে স্মারকলিপি প্রদান করলেও কর্তৃপক্ষ এখন ও সাড়া দেয়নি। স্থানীয় চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান রাস্তা অপসারন না করার জন্য শেভরন বরাবরে অনুরোধ করে পত্র প্রেরন করেন। এলাকার কয়েকশত জনগণ রাস্তা অপসরন না করে আলোচনার জন্য প্যাডের পার্শ্বে সাইনবোর্ড টানানো হয়।
এ ব্যপারে শেভরন বিবিয়ানার মিডিয়া ম্যানেজার বদরুজ্জামান বদরের সঙ্গে মোবাইলে যোগাযোগের জন্য বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। প্রায় তিন ঘণ্টা পর আবার ফোন দিলে তিনি জানান, এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে পরে জানানো হবে।