জমি নিয়ে বিরোধের জেরে বগুড়ার গাবতলীতে সিদ্দিকুর রহমান বুদা (৪৫) নামের এক কৃষককে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহত বুদা বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের আমলিচুকাই গ্রামের অহেদ আলীর ছেলে। এঘটনায় নিহতের ভাই ও ছেলে আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় গুলনাহার বেগম (৩০) নামের এক নারীকে আটক করেছে।
জানা গেছে, নিহত সিদ্দিকুর রহমান বুদার সঙ্গে একই গ্রামের আব্দুলের দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বুদা তার জমিতে গোবরের সার দেয়ার সময় আব্দুল ও তার লোকজন বুদার মাথায় কোদাল দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বুদার মৃত্যু হয়। খবর পেয়ে নিহত বুদার মা অলেদা বেগম (৫০) ও ছোট ভাই জহুরুল ইসলাম (৩৫) ঘটনাস্থলে গেলে তাদেরকেও মারপিট করা হয়। আহত অবস্থায় তাদের দুজনকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, বুদা খুনের ঘটনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসী আব্দুলের বাড়িতে অগ্নিসংযোগ করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গাবতলী মডেল থানার এসআই লাল মিয়া কোদালের আঘাতে কৃষক নিহতের বিষয়টি নিশ্চিত করে মানবকণ্ঠকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি।
Prev Post
Next Post