সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ে প্রাইভেট কারের ধাক্কায় ২জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩জন। শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে এ দুর্ঘটনাটি ঘটে। বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের প্রধান অধ্যাপক আরিফ আহমেদ কয়েকদিন আগে গাড়ি কেনেন। শনিবার সকালে তিনি তার গাড়িচালক আবুল কালামকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ ‘এক কিলো রোড’ এ ড্রাইভিং শিখতে নামেন। দুর্ঘটনার সময় ড্রাইভার আবুল কালামকে পাশে বসিয়ে নিজে গাড়ি ড্রাইভ করছিলেন। এ সময় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুরের গিয়াস উদ্দিন (৭০) ও ছাতক ডিগ্রি কলেজর প্রভাষক মোঃ আতাউর রহমান (৫৫)। এসময় আহত হন স্কুল শিক্ষার্থী রাহিবা রহমান, বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের প্রধান অধ্যাপক আরিফ আহমেদ ও তার গাড়ি চালক আবুল কালাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এসময় গাড়িটি পথচারী ৩জনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ গিয়াস উদ্দিন। আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান অপর পথচারী কলেজ শিক্ষক মোঃ আতাউর রহমান। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।