ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষমতাসীন ছাত্রলীগ, মাদ্রাসাছাত্র ও ব্যবসায়ীদের ত্রিমুখী সংঘর্ষে আহত একজন মারা গেছেন।
নিহতের নাম হাফেজ মাসুদুর রহমান (২১)। তিনি সোমবারের সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মারা যান মাসুদুর রহমান।
এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় সকালে জেলা শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এক পর্যায়ে ব্যবসায়ীদের সঙ্গে মাদ্রাসাছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে এতে এসে ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দিলে ভয়ঙ্কর রূপ নেয়। ছাত্রলীগের কর্মীরা মাদ্রাসা ছাত্রদের ধাওয়া করে।
এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ছাত্রলীগ কর্মী, ব্যবসায়ী ও মাদ্রাসাছাত্র- ত্রিমুখী সংঘর্ষে শহরের প্রধান সড়ক টিএ রোড রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে সব দোকানপাট বন্ধ হয়ে যায়। বেশ কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে সংঘর্ষের পুনরায় আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।