বীরগঞ্জে ১৭ জুয়াড়ী আটক

0

atokদিনাজপুরের বীরগঞ্জে ১৭ জুয়াড়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় একটি মাইক্রোবাস এবং একটি মোটরসাইকেল নগদ ১ লাখ ২৩ হাজার ৭৮ টাকা জব্দ করে।
আটকরা হলেন জেলার বোচাগঞ্জ উপজেলার সৈয়দপাড়া গ্রামের মেহের শিকদারে ছেলে মো. নুর হোসেন (৪০), খামার খানপুর গ্রামের কালী দাসের ছেলে টহেন দাস (৩০), ধনতলা গ্রামের মো. হামিদুর রহমানের ছেলে মো. রেজাউল ইসলাম (৩৮), একই এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. এমরান (৩৫), সুলতানপুর গ্রামের মো. ওহাব আলীর ছেলে মো. নবাব আলী (৩০), একই এলাকার মৃত আলম খানের ছেলে মো. আমিনুল ইসলাম (৩৮), বীরগঞ্জ উপজেলার পৌর শহরের মৃত তমিজ উদ্দিনের ছেলে মোঃ জসিম (৩৪), সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের ললিত রায়ের ছেলে সুশিল রায় (৪০), সুজালপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে মো. রুবেল (৩৫), উত্তর সুজালপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. মাশফুল হোসেন (৩৫), ঠাকুরগাঁও জেলার গোবিন্দপাড়া গ্রামের মৃত কুদরত উল্লার ছেলে মো. এনামুল হক (৪০), একই এলাকার হাজীপাড়া গ্রামের মৃত আব্দুল হাদীর ছেলে মো. খোকন (৩০), মুন্সীপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. ইসরাফিল (৪০), রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার জহরুল ইসলামের ছেলে মো. পাপ্পু (২৫), রংপুর সদরের পাকপাড়া গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে মো. মোস্তফা (৪০), একই এলাকার সর্দারপাড়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মো. মোনারুল (২৫) পঞ্চগড় জেলার তেতুলিয়া ভজনপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে মো. ফারুক হোসেন (৩০)।
মঙ্গলবার রাত ১২টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের হামিদুলের পরিত্যাক্ত মুরগীর খামার থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।
দিনাজপুর ডিবি এসআই মো. হাফিজুর রহমান জানান, বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন জুয়ার আসর বসে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশ রাতে উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের হামিদুলের বাড়িতে অবস্থিত পরিত্যাক্ত মুরগীর খামারে অভিযান চালায়। এ সময় সেখান থেকে জুয়া খেলা জড়িত ১৭ জুয়াড়ী, ১টি মাইক্রোবাস, ১টি মোটরসাইকেল এবং নগদ ১ লাখ ২৩ হাজার ৭৮ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম আটক করা হয়। রাতেই তাদের বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বীরগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ডিবি এসআই মো. হাফিজুর রহমান বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। আটকদের বুধবার দুপুরে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More