ভোলার তেতুলিয়া নদীর ভেদুরিয়া নামক স্থানে ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা এমভি কর্ণফুলি-১১ নামক লঞ্চের ধাক্কায় ভোলা-বরিশাল রুটের সোহাগী-১ নামক লঞ্চটি ডুবে গেছ। তবে কোন যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার ভোররাতে ভোলা সদরর উপজেলার তেতুলিয়া নদীর ভেদুরিয়া নামক স্থানের এঘটনা ঘটে। ঐ সময় কর্ণফুলি-১১নামক লঞ্ঝটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। কুয়াশা থাকায় লঞ্চটি তেতুলিয়া নদী থেকে ভোলার খালে ঢোকার সময় ঔ খালে আগ থেকে ভিড়িয়ে রাখা সোহাগী-১ লঞ্চটিকে ধাক্কা দেয়।
এতে মুহুর্তের মধ্যেই লঞ্চটি কাত হয়ে ডুবে যায়। লঞ্চের মাস্টার মো.কামরুজ্জামান ও দোকানী মো. জামাল সাতরিয়ে তীরে উঠে আসে বলে লঞ্চের মাস্টার মো. কামরুজ্জামান জানান। তবে লঞ্চটি উদ্ধারের জন্য এখন পর্যন্ত কোন উদ্দ্যেগ গ্রহণ করা হয়নি।
এ বিষয় ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবির বলেন, এখন পর্যন্ত কোন লঞ্চ ডুবেছে তা শুনিনি। তবে খোঁজ নিয়ে দেখছি।