কলাপাড়া(পটুয়াখালী): যৌন সন্ত্রাসীরা এখন বেপরোয়া। যেখানে সেখানে ঘটছে ইভটিজিং, শ্লীলতাহানী, ধর্ষণ। এসব সামাজিক অপরাধের বিরুদ্ধে মাঠে নেমেছেন নারীরা। সারাদেশে তারা মানববন্ধন আর সভা সমাবেশ করছেন। কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না এসব কর্মকাণ্ড। তাই নিরূপায় হয়েই দুই নারী দেখিয়েছেন সাহসী দৃষ্টান্ত। নিজেরাই নাস্তানুবাদ করেছেন এক বখাটেকে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে। যৌন নিপীড়নের চেষ্টাকালে এক বখাটেকে বেধড়ক লাঠিপেটা করেছেন ঘটনার শিকার দুই নারী পর্যটক। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বখাটেকে আটক করে থানায় নিয়ে আসে।
দুই নারীর এমন সাহসিকতায় অনুপ্রাণিত সৈকতে আসা অন্য নারী পর্যটকরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার খানিক আগে দুই নারী সাগরে গোসল করতে নামে। পরে তারা হোটেলে ফিরে আসছিলেন। পথিমধ্যেই আউয়াল (২৪) নামে এক বখাটে তাদের পথরোধ করে। এরপর তাদের জাপটে ধরে যৌন নিপীড়নের চেষ্টা করে। এসময় দু’নারী সাহসিকতার সঙ্গে বখাটেকে আটকে ফেলে। পাশে পাওয়া লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে।
এসময় ডাক চিৎকারে সৈকতের লোকজন সেখানে ছুটে এসে ধরে ফেলে বখাটে আউয়ালকে। পরে স্থানীয় পুলিশের হাতে তুলে দেয়।
প্রত্যক্ষদর্শী পর্যটকরা বলেন, যৌন নিপীড়নের বিরুদ্ধে সারাদেশে মানববন্ধন আর সভা সমাবেশ করা হলেও তা বন্ধ হচ্ছে না। সামাজিক এ অপরাধ বন্ধ করতে হলে একদিকে যেমন সচেতন হতে হবে, তেমনি নারীদেরও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সৈকতের ওই দু’নারী সে দৃষ্টান্তই দেখিয়েছেন।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সঞ্জয় মণ্ডল বাংলামেইলকে জানান, ঘটনার পর অভিযুক্ত আউয়ালকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কলাপাড়া থানায় পাঠানো হয়েছে।