ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত বৃদ্ধের নাম পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৬৫ বছর। নিহতের পরনে সাদা লুঙ্গি কালো সোয়েটার রয়েছে।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক দাদন মিয়া জানান, সকালে শ্রীপুর রেলস্টেশনে ওই বৃদ্ধের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। নিহত বৃদ্ধের ডান পা কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাতে ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে তার ধারণা।
Prev Post
Next Post