জয়পুরহাটের কালাইয়ে দীর্ঘ দিনের পুরনো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর (ক্ষুদ্র সেচ) কার্যালয় ভবনটির বিভিন্ন কক্ষের ছাদের পলেস্তারা (প্লাস্টার) খসে এবং বাইরের দেয়ালে ফাটল ধরায় ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। ফলে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কালাই উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুরাতন বিএডিসি ভবনের সব কটি কক্ষসহ বাথরুমের ছাদের পলেস্তারা খসে পড়ছে। ভবনটি ১৯৭২ সালে নির্মাণের পর থেকে এ যাবত কোন সংস্কার করা হয়নি। ২০১১ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শন শেষে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। তা সত্ত্বেও ঝুঁকি নিয়েই বিএডিসি কর্মচারী কর্মকর্তারা দাফতরিক কাজ চালিয়ে যাচ্ছেন।
সহকারী মেকানিক আমেদ আলী বলেন, জীবিকার প্রয়োজনে ভূমিকম্প আতঙ্কসহ ভবন ধসের ঝুঁকি নিয়েই পরিত্যক্ত এ ভবনে বসে চাকরি করছি।
বিএডিসি কালাইয়ের উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) এসএম আহসান বলেন, ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনটির কথা উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একাধিকবার মৗখিক ও লিখিত আবেদন করেও কোন সুফল পাওয়া যায়নি। ঝুঁকি থাকা সত্ত্বেও নিরুপায় হয়ে এ ভবনেই কাজ করতে হচ্ছে।