নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের মেহেরুন্নেছা এলাকায় সোমবার বিকেল ৫টায় ‘বোমা তৈরি’র সময় বিস্ফোরণে দুই যুবক আহতের ঘটনা ঘটেছে। আহতরা হেলেন— চরপার্বতী ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেহেরুন্নেছা এলাকার তাজুল ইসলামের ছেলে আবুল হোসেন (৩৬) ও নুরুল হকের ছেলে কামাল উদ্দিন (৩৮)।
এলাকাবাসী জানায়, সোমবার বিকেল ৫টায় চরপার্বতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেহেরুন্নেছা এলাকায় ইউছুফ সরকার ওরফে পুকুর ওয়ালা বাড়িতে নুরুল হকের নেতৃত্বে কয়েক যুবক বোমা তৈরি করছিল। এ সময় তৈরিকৃত বোমার বিস্ফোরণ ঘটে আবুল হোসেন ও কামাল উদ্দিন গুরুতর আহত হয়। আহতদেরকে ফেনী জেলার অজ্ঞাত স্থানে নিয়ে চিকিৎসা করানো হচ্ছে বলে স্থানীয় লোকজন জানায়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজিদুর রহমান সাজিদের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে বলে স্থানীয়রা মানবকণ্ঠকে জানিয়েছে।