জালিয়াতির দায়ে স্ত্রীসহ ব্যাংক কর্মকর্তার যাবজ্জীবন

0

lawজালিয়াতির মাধ্যমে পৌনে সাত কোটি টাকা আত্মসাতের দায়ে এ বি ব্যাংকের এক কর্মকর্তা ও তারস্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারকজালালউদ্দিন আহমদ এ রায় ঘোষণা করেন।

এ বিষয়ে আদালতের পেশকার ইমরুল ইসলাম সাংবাদিকদের জানান, দন্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- এ বি ব্যাংকের প্রগতি সরণী শাখার ঋণ প্রশাসন বিভাগের কর্মকর্তা শিবলী সাদিক চৌধুরী ও তার স্ত্রী কামরুন্নেসা চৌধুরী। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর দুই আসামি শাহানাজ পারভীন ও জামাল আবদুন নাসেরকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় শাহনাজ ছাড়া বাকি তিনজনই পলাতক ছিলেন।

এছাড়া মামলার বিচারে রাষ্ট্রপক্ষে ২৪ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছেন আদালত। মামলার নথি সূত্রে জানা গেছে, গ্রাহকের অনুকূলে ২৪টি অ-মঞ্জুরিকৃত অনুমোদনহীণ ঋণ সৃষ্টি করে একটি হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তরের মাধ্যমে ছয় কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ২০০ টাকা আত্মসাত করেছেন আসামিরা। এ ঘটনায় এ বি ব্যাংকের জ্যেষ্ঠ সহকারী ভাইস-প্রেসিডেন্ট সাদিকুর রহমান ২০১২ সালের ৮ অাগস্ট রাজধানীর ভাটারা থানায় মামলা করেন। সুত্র-বাংলাদেশ প্রতিদিন

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More