বাসায় পৌঁছে দেয়ার করা বলে চট্টগ্রামের বায়েজীদ থানাধীন এলাকায় নারী সহকর্মীকে গণধর্ষণেরঅভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাতেই পুলিশ বালুচরা এলাকা থেকে ৩জনকে গ্রেফতার করে। তারা হলেন- ওসমান গনি, নেজাম উদ্দিন মিন্টু এবং আলমগীর হোসেন। বায়েজিদথানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ওই নারী একজন পোশাক শ্রমিক। সুত্র-বাংলাদেশ প্রতিদিন
রাতে তাকে কর্মস্থল থেকে বাসায় পৌঁছে দেয়ার করা বলে কর্মস্থল থেকে তাকে নিয়ে রওনা হয় ওসমান গনি। পরে তাকে ভুল পথে নিয়ে গিয়ে একটি নির্জন কক্ষে নিয়ে যায়। এসময় ওসমানের আরও চার সহযোগীসহ তাকে ধর্ষণ করে। এ ব্যাপারে ওই নারী থানায় মামলা দায়ের করলে তিনজন গ্রেফতার করে পুলিশ।
ওসি জানান, গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে দু’জন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অপরজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।